শনিবার হঠাৎ করেই নামল কলকাতার তাপমাত্রা। শুধু কলকাতা নয়, শীতের চাদরে মুড়ে রয়েছে গোটা বঙ্গ। আপাতত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
শনিবার হঠাৎ করেই নামল কলকাতার তাপমাত্রা। শুধু কলকাতা নয়, শীতের চাদরে মুড়ে রয়েছে গোটা বঙ্গ। আপাতত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
25
কলকাতার তাপমাত্র
শনিবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২.৫ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা পরিবর্তন হওয়ার বিশেষ কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস।
35
আবহাওয়ার পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা পরিবর্তন হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আপাতত তীব্র শীতের হাত থেকে স্বস্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের শুরু থেকে শীতের তীব্রতা কিছুটা হলেও কমবে।
পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, সব জায়গাতেই শীতের দাপট। কলকাতা ও সংলগ্ন এলাকা, দুই ২৪ পরগনা, হাওড়া হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে আগামী কয়েক দিন কনকনে ঠান্ডা উত্তুরে হওয়া বইবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া।
55
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে শীত দিনে দিনে বেড়েই চলেছে। দার্জিলিং-এর তাপমাত্রা নিম্নগামী। দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও তাপমাত্রা নিম্নগামী। জলপাইগুড়ির জন্য রয়েছে কুয়াশার সতর্কতা।