দেশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু, উল্টো সুর বঙ্গে- দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস

Published : Sep 15, 2025, 01:09 PM IST

Weather Update: গোটা দেশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু। কিন্তু উল্টো ছবি বঙ্গে। কলকাতা -সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আপাতত বৃষ্টি চলবে কলকাতায়। 

PREV
16
বর্ষা বিদায় নিচ্ছে!

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দেশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু উল্টো ছবি বাংলায়। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গই পুজোর মুখে ভাসছে বিক্ষিপ্ত বৃষ্টিতে। এই অবস্থায় কিছুটা হলেও বঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর হাওয়া অফিস।

26
রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এখনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থামার কোনও পূর্বাভাস নেই। আরও কিছুদিন চলতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও সোমবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

36
কলকাতার আবহাওয়া

কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। সর্বোচ্চ আর্দ্রতা ৯১ শতাংশ।

46
বঙ্গে বৃষ্টির কারণ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা তেলঙ্গানার দিকে সরে গিয়েছে। পশ্চিমবঙ্গের উপর এর সরাসরি কোনও প্রভাব পড়ছে না। তবে উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩.১ থেকে ৫.৮ কিলোমিটারের মধ্যে। এছাড়াও একটি অক্ষরেখা সক্রিয়। যার কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

56
বর্ষা বিদায়

মৌসমভবন জানিয়েছে গোটা দেশ থেকেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সময়ের তিন দিন আগেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত ১৭ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়।

66
বাংলায় বর্ষা বিদায় কবে?

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বাংলায় এখনও বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়নি। আপাতত এই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনাও নেই। বঙ্গে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে অক্টোবরের প্রথম দিকে। তাই নিম্নচাপের প্রভাব না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

Read more Photos on
click me!

Recommended Stories