Weather News: বৃষ্টিহীন দক্ষিণবঙ্গে টানা ৩ দিন তাপপ্রবাহ, কলকাতার তাপমাত্রা টেক্কা দিল দিল্লিকে
তাপমাত্রার পারদ ক্রমশই উর্ধ্বগামী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কবে মিলবে স্বস্তি- তার কোনও উত্তর নেই আলিপুর হাওয়া অফিসের কাছে। এদিন রাজ্যের সর্বোচ্চতাপমাত্রা ছিল বিষ্ণুপুরে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াল।
শনিবার ও রবিবার সপ্তাহের শেষ দুই দিন অস্বস্তিকর অবহাওয়া থাকবে রাজ্যের অধিকাংশ জেলায়। লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর বীরভূমে। শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
স্বস্তি নেই
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী পাঁচ দিন তাপমাত্রা ও অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪-৭ ডিগ্রি বেশি থাকবে।
গাঙ্গেয় উপত্যকায় আর্দ্রতা বাড়বে
পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপত্যকার জেলা- কলকাতা, হাওড়া হুগলিতে অস্বস্তিকর অবহাওয়া বজায় থাকবে আগামী তিন থেকে চার দিন। ৭৫-৮৫ শতাংশ আর্দ্রতা থাকবে বাতাসে। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কলকাতার তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। আগামী চার দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
পশ্চিমের জেলার তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুসারে পুড়ছে পশ্চিমের জেলাগুলি। মেদিনীপুর , শ্রীনিকেতন ৪৩, শান্তিনিকেতন , পুরুলিয়া, আসানসোল, মুর্শিদাবাদ ৪২ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করেছে।
অস্বস্তি বাড়ছে উত্তরে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী অস্বস্তিকর অবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে মালদা, দুই দিনাজপুরে।
প্রখর গরম
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন তাপপ্রবাহ ও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল পুরুলিয়া বাদে পশ্চিমের সবকটি জেলা- বীরভূম, দুই মেদিনীপুর, বাঁকুডা, ঝাড়গ্রাম , দুই বর্ধমানে।
তাপপ্রবাহের সতর্কতা
মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই রাজ্যের তাপমাত্রার পারদ পিছনে ফেলে দিচ্ছে দিল্লি, চণ্ডীগড়কেও। জয়পুরের তাপমাত্রাও কলকাতার থেকে কম।
রবিবার কেমন থাকবে আবহাওয়া
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।
সোমবারের আবহাওয়া
সোমবার রাজ্যের কোনও একায়ায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
আলিপুর হাওয়া প্রবল এই গরমের কারণে সতর্কতা জারি করেছে। ১১-৪টে পর্যন্ত বাইরে বার হতে নিষেধ করেছে। প্রচুর পরিমাণে জল খেতে পরামর্শ দিয়েছে। বাইরে বার হলেও টুপি বা ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে।