Saborni Mitra | Published : Apr 19, 2024 11:46 AM IST
রেকর্ড গরম কলকাতায়
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শুকবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল তাপমাত্রা হতে পারে ৪১ ডিগ্রি।
কলকাতার তাপমাত্রা বাড়বে
আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী এদিন দুপুর আড়াইটেই কলকাতা ৪০ ডিগ্রি তাপমাত্রা পার করছে। এদিন তাপমাত্রার পারদ আরও চড়তে পারে। মঙ্গলবার পর্যন্ত কোনও স্বস্তি নেই।
শহরতলীর তাপমাত্রা
শুধু কলকাতা নয় দমদম সল্টলেকের তাপমাত্রার পারদও উর্ধ্বগামী। সল্টলেক ও দমদমের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি। হাওড়ার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি।
মঙ্গলে স্বস্তি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেতে পারে। কলাকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে পরের দিন থেকে আবারও চড়বে তাপমাত্রার পারদ।
অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণে
কলকাতার পাশাপাশি গাঙ্গেয় উপত্যকা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির কোটা পার করেছে।
তীব্র তাপপ্রবাহের সতর্কতা
কাল থেকে পশ্চিমের জেলা বীরভূম, পশ্চিমবর্ধমান, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের পরিস্থিতি আরও খারাপ হবে। হাওয়া অফিসে তাপপ্রবাহ ও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
কলকাতায় তাপপ্রবাহের সর্কতা
কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
এগিয়ে কলকাতা
মৌসম ভবনের ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী কলকাতা টেক্কা দিচ্ছে দিল্লি, চণ্ডিগড়, জয়পুরের তাপমাত্রাকেও।
উত্তরবঙ্গে বৃষ্টি
আজ ও শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত কোনও স্বস্তি নেই দক্ষিণবঙ্গে।
২৩ এপ্রিল কলকাতায় বৃষ্টি
আগামী ২৩ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার কলকাতা -সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা- দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।