আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বঙ্গে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
Sahely Sen | Published : Aug 18, 2023 6:54 AM / Updated: Aug 18 2023, 07:01 AM IST
মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া ফলায় পশ্চিমবঙ্গে একটানা বেশ কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা গেছে। তবে, শুক্রবার থেকে সেই অবস্থার কিছুটা পরিবর্তনের আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
কলকাতা সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, শুক্রবারের পর থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ।
শনিবার দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে অতি সামান্য বৃষ্টি হওয়ার পর রবিবার থেকে আকাশ একেবারেই পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার সাথে বাড়তে পারে তাপমাত্রা।
অন্যদিকে, উত্তরবঙ্গেও টানা কয়েকদিন ভারী বৃষ্টির পর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে। শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ অতি সামান্য বৃষ্টি হতে পারে।
শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একেবারেই কমে যেতে পারে। রবি ও সোমবার শুষ্ক থাকলেও মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পার্বত্য জেলাগুলিতে।