Rain Update: একেবারে ১০০ শতাংশ সঠিক তথ্য! ২ দিনের মধ্যে কমবে তাপমাত্রা, শিঘ্রই আসছে বর্ষা

একেবারে ১০০ শতাংশ সঠিক তথ্য! ২ দিনের মধ্যে কমবে তাপমাত্রা, শিঘ্রই আসছে বর্ষা

Anulekha Kar | Published : Jun 19, 2024 9:59 AM IST
19
সত্যিই কি গরম কমছে?

সত্যিই গরমের দাপটে নাজেহাল মানুষ। ভয়ঙ্কর অস্বস্তিতে জেরবার জন জীবন। সোমবার থেকেই খানিক মেঘলা আকাশ।

29
সত্যিই কি গরম কমছে?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই। তাই ঠিক কবে কমতে পারে তাপমাত্রা?

39
সত্যিই কি গরম কমছে?

বর্ষা নেমেছে উত্তরবঙ্গে। সময়ের আগেই জলে ভিজছেন মানুষ। কিন্তু অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার নামগন্ধ নেই। তবে এবার সত্যিই সস্তি মিলতে পারে।

49
সত্যিই কি গরম কমছে?

কয়েকদিনের মধ্যেই বর্ষা নামতে পারে বঙ্গে বলে জানাল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গে তাপমাত্রা কমবে।

59
সত্যিই কি গরম কমছে?

এ ছাড়াও চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

69
সত্যিই কি গরম কমছে?

হাওয়া অফিস জানিয়েছে বুধবারেও আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি না হলেও তাপমাত্রা কিছুটা কম কলকাতায়।

79
সত্যিই কি গরম কমছে?

আর দিন কয়েকের মধ্যেই জেলায় জেলায় বৃষ্টি নামবে। ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা দেবে বঙ্গ জুড়ে।

89
সত্যিই কি গরম কমছে?

তবে আদ্রতা বেশি থাকায় অস্বস্তি সহজে কাটবে না। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই।

99
সত্যিই কি গরম কমছে?

উত্তরবঙ্গের বেশকিছু জেলাতেও প্রবল বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos