একেবারে ১০০ শতাংশ সঠিক তথ্য! ২ দিনের মধ্যে কমবে তাপমাত্রা, শিঘ্রই আসছে বর্ষা
সত্যিই গরমের দাপটে নাজেহাল মানুষ। ভয়ঙ্কর অস্বস্তিতে জেরবার জন জীবন। সোমবার থেকেই খানিক মেঘলা আকাশ।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই। তাই ঠিক কবে কমতে পারে তাপমাত্রা?
বর্ষা নেমেছে উত্তরবঙ্গে। সময়ের আগেই জলে ভিজছেন মানুষ। কিন্তু অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার নামগন্ধ নেই। তবে এবার সত্যিই সস্তি মিলতে পারে।
কয়েকদিনের মধ্যেই বর্ষা নামতে পারে বঙ্গে বলে জানাল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গে তাপমাত্রা কমবে।
এ ছাড়াও চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে বুধবারেও আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি না হলেও তাপমাত্রা কিছুটা কম কলকাতায়।
আর দিন কয়েকের মধ্যেই জেলায় জেলায় বৃষ্টি নামবে। ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা দেবে বঙ্গ জুড়ে।
তবে আদ্রতা বেশি থাকায় অস্বস্তি সহজে কাটবে না। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই।
উত্তরবঙ্গের বেশকিছু জেলাতেও প্রবল বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।