ঘন কালো মেঘের দাপটে গায়েব হয়েছে শীত। বাংলার প্রায় প্রত্যেক জেলাতেই বুধবার থেকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি (স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশি), সর্বোচ্চ হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার গাঙ্গেয় বঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে, বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য।
শুক্রবারের পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু, আগামি ৫ দিন তাপমাত্রার খুব-একটা পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি অব্যাহত। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত, সমস্ত জেলাতেই হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।