বঙ্গে চলছে বড়দিনের প্রতীক্ষা, তবে তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও জাঁকিয়ে শীত এখনও অধরা

Published : Dec 16, 2022, 08:03 AM IST
Weather

সংক্ষিপ্ত

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের শৈলশহর দার্জিলিঙ জেলায় চলতি সপ্তাহে হালকা বৃষ্টি হতে পারে। 

১৬ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসে বাংলায় শীত অনুভূত হচ্ছে বেশ হালকা। যদিও প্রায় সব জেলাতেই টের পাওয়া যাচ্ছে বাতাসের হিমেল ভাব। সকালের দিকে কুয়াশাও দেখা যাচ্ছে বহু জায়গায়। কিন্তু, ডিসেম্বরের মাঝামাঝিতে পৌঁছেও জাঁকিয়ে শীত এখনও অধরা।

দ্বিতীয় সপ্তাহের মতোই তাপমাত্রার পারদ প্রায় একই রইল তৃতীয় সপ্তাহেও। শুক্রবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ আজ বেশির দিকেই থাকবে, ফলত ভোর বা রাতের হালকা কুয়াশা থাকার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের শৈলশহর দার্জিলিঙ জেলায় চলতি সপ্তাহে হালকা বৃষ্টি হতে পারে। শীতের আমেজ বাড়বে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোনও কোনও জেলায় ১০ ডিগ্রিতেও নেমে যেতে পারে তাপমাত্রার পারদ। কালিম্পং জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। পার্বত্য হিমালয়ান অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে এবং আগামী ২-৩ দিন এই সমস্ত অঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বাঁকুড়া ও বর্ধমান জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃহস্পতিবারের মতো শুক্রবারও আকাশ কিছুটা মেঘলা হয়ে থাকতে পারে।


আরও পড়ুন-
প্রত্যন্ত গ্রামের মানুষদের উপকারে এবার ফিরহাদের প্রশংসা, ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা
হোয়াটসঅ্যাপের ডেটা লিক হয়নি, হ্যাকারের জল্পনা উড়িয়ে দিয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত করল অ্যাপ কর্তৃপক্ষ
স্নাতকোত্তর না পড়েই পিএইচডি? জাতীয় শিক্ষা নীতির অধীনে ইউজিসি-র নয়া নিয়ম, সম্মত হচ্ছেন না শিক্ষাবিদরা

PREV
click me!

Recommended Stories

Haroa ISF TMC Clash: হাড়োয়ার আইএসএফ নেতাকে অপহরণ করে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Nipah Virus: নিপা ভাইরাস কী, জানুন রোগের লক্ষণ ও কীভাবে নিজেকে বাঁচাবেন?