এখনই কম্বল সোয়াটার, শাল তুলে রাখবেন না। বিদায় বেলায় আবারও দাপট দেখাতে পারে শীত। তেমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
210
কুয়াশার দাপট
শীতের বিদায়বেলায় কুয়াষার দাপট বাড়ছে। সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়ছে।
310
শীতের বিদায় বেলা
আলিপুর হওয়া সূত্রের খবর এখনই নয়, ফেব্রুয়ারির মাঝামাঝি গিয়েই বঙ্গ থেকে বিদায় নেবে শীত। তার আগে আরও একবার তাপমাত্রা কমতে পারে তাপমাত্রা।
410
সোম থেকে তাপমাত্রার পতন
আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর সোমবার অর্থাৎ কাল থেকেই তাপমাত্রার পারদ কিছুটা হলেও নামবে। ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।
510
কলকাতার তাপমাত্রা
পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে কলকাতার তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।
610
বিদায়পর্ব শুরু
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বঙ্গে শীতের আমেজ থাকলেও বিদায় পর্ব শুরু হয়ে যাবে আগামী সপ্তাহের শেষের দিক থেকেই।
710
অস্বস্তিকর আবহাওয়ার কারণ
পশ্চিমী ঝঞ্ঝা সোমবার থেকে রাজ্যে ঢুকবে। উত্তর ভারত থেকে আসছে জেড স্ট্রিম উইন্ড। অসম আর রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। যার কারণে স্বাভাবিকের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি ওপর।