স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি নীচেই রইল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, শুক্রবার পারদ চড়ল দার্জিলিঙে

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 

Web Desk - ANB | Published : Feb 17, 2023 1:46 AM IST

ফেব্রুয়ারির মাঝামাঝি পেরিয়েও বঙ্গে ঠাণ্ডার শিরশিরানি অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এবং উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। তাপমাত্রার পারদও শুক্রবার সকাল পর্যন্ত বেশ নীচের দিকেই রয়েছে বলে টের পাওয়া যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৯.১ ডিগ্রিতে, সেই মাত্রাও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কমই থাকবে। সমতল বঙ্গে আগামী ৪-৫ দিন ধরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে।

উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৮.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে একেবারে ৫ ডিগ্রি বেশি। অন্যদিকে, কালিম্পং জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, এই মাত্রাও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি ওপরে। উত্তরবঙ্গেও আগামী ৪-৫ দিন ধরে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও অধিকাংশ জেলাতেই আপাতত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। শুধু দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলার কিছু কিছু অংশে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। এই সম্ভাবনা রয়েছে দু’দিন পর, অর্থাৎ রবিবার থেকে। বৃষ্টি চলতে পারে সোমবার পর্যন্ত। তা ছাড়া, দুই বঙ্গেই আবহাওয়া শুষ্ক এবং আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন-
আধারের সমস্যা সমাধানে এল ‘আধার মিত্র’, নাগরিকদের সুবিধার জন্য নতুন ফোন নম্বর চালু করল UIDAI
জামাইয়ের মুখে সিগারেট, আগুন জ্বালছেন শ্বশুর, গুজরাতের ভিডিয়োতে ‘ঐতিহ্যের’ ধারা
আধার কার্ড সংশোধন করতে একেকজনের কাছ থেকে নেওয়া হচ্ছে পাঁচশো টাকা, চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ ২৪ পরগণায়

Share this article
click me!