বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই বেড়ে গেল কলকাতার তাপমাত্রা, দোলের দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Published : Mar 07, 2023, 07:31 AM IST
weather

সংক্ষিপ্ত

চলতি সপ্তাহেই বঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তার আগে ফের হেরফের ঘটল আবহাওয়ার আপডেটে। 

ফাল্গুন মাসের শুরু থেকেই পশ্চিমবঙ্গে পারদের ঊর্ধ্বগমন অব্যাহত আছে। মার্চের শুরু থেকেই হু হু করে চড়তে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। বেলা বাড়লেই কাঠফাটা রোদ্দুর নিয়ে বাড়ছে গরম। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তারই মধ্যে দোলের দিন সকালে উত্তর থেকে দক্ষিণে বেড়ে গেল তাপমাত্রা।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ৭ মার্চ মঙ্গলবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। দক্ষিণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত আবহাওয়া একই রকম চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিন এবং রাত, কোনও তাপমাত্রারই খুব-একটা হেরফের হবে না।

অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে পৌঁছে গিয়েছে একেবারে ১০ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ১৭.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। কালিম্পং জেলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৩ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে হতে পারে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, সোমবার উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ খুবই সামান্য থাকলেও দুটি সমস্ত জেলায় বাজ পড়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দুটি জেলাতেই আগামী ৩-৪ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তবে, বৃষ্টির প্রভাবে তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আকাশ মঙ্গলবার বেশ পরিষ্কার থাকলেও চলতি সপ্তাহে সেদিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকলেও বৃষ্টি শুরু হতে পারে শুক্রবার থেকে। এই বৃষ্টি টানা ২ দিন চলার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে এখানেও বাজ পড়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে। শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানেও।

আরও পড়ুন-

মঙ্গলবার কি জ্বালানির দামে হেরফের, নাকি আপাতত স্থিতিশীল রইল দর? চোখ রাখুন লেটেস্ট আপডেটে
হৈমন্তী গঙ্গোপাধ্যায়, নাকি সোমা চক্রবর্তী, নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষের ‘রহস্যময়ী’ আসলে কে? জেরায় বসতে চলেছে ইডি
কেরলের ড্রাগ মাফিয়ার খবরকে কি চাপা দিতে চাইছে পিনারাই বিজয়নের বামপন্থী সরকার? এশিয়ানেটের অফিসে হামলা নিয়ে রাজনৈতিক চাপানউতোর

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান