আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবারও বিক্ষিপ্তভাবে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই। তবে, আপাতত ২ দিন ধরে তাপমাত্রার পরিবর্তন হবে না।
বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামী ২ দিনের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ, শনিবার, পঞ্চায়েত নির্বাচনের দিন থেকে, সোমবার, পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া অনুকূল থাকতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ মঙ্গলবারের তুলনায় বুধবার কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, কমলা সতর্কতা আপাতত জারিই থাকছে।
অতি ভারী বৃষ্টির জন্য জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর।
দার্জিলিং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও মাঝারি বৃষ্টি চলবে।