Weather News: ফের কমে গেল কলকাতার তাপমাত্রা, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা
আবার স্বস্তি ফিরিয়ে দিতে সামান্য নেমে গেল শহরের তাপমাত্রার পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে নেমে থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
Sahely Sen | Published : Jan 3, 2024 6:57 AM / Updated: Jan 03 2024, 07:04 AM IST
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনাতেই হু হু করে দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করেছিল জলীয় বাষ্প। যার জেরে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিস্থিতি।
সেই পরিস্থিতি থেকে আবার স্বস্তি ফিরিয়ে দিতে নেমে গেল শহরের তাপমাত্রার পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে নেমে থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ পৌঁছতে পারে ২৩ ডিগ্রি পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষভাগে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়।
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা আবার নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দার্জিলিঙেও তাপমাত্রা নিম্নমুখী। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ৪ ডিগ্রির কাছাকাছি , সর্বোচ্চ হতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে আকাশ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা। হালকা বৃষ্টি বা তুষারপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
জেলায় জেলায় অতি ঘন কুয়াশার স্তর দেখতে পাওয়া যাবে। আগামি কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।