Weather News: নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস, ফের বঙ্গের আবহাওয়ায় কড়া নাড়ছে শীত

Published : Jan 02, 2024, 06:57 AM IST

উত্তরবঙ্গেও আগামি ৩ দিনে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

PREV
18

নতুন বছর শুরু হয়েছে শীতের অভাব নিয়েই। জানুয়ারির শুরুতে তাপমাত্রার পারদ চড়েছে অস্বাভাবিকভাবে। 

28

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত হওয়ার দরুন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে, যার ফলে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া। এই কারণে শহর এবং শহরতলিতে অধরা রয়েছে শীত। 

38

তার মধ্যেই চলতি সপ্তাহে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পং-এ বেশ কিছুদিন ধরেই হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত অব্যাহত ছিল। 

48

এবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে। 

58

চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায়। অন্যান্য জেলাতে আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে। 

68

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাত অব্যাহত থাকবে। তার সঙ্গে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। 

78

উত্তরে জলপাইগুড়ি, কোচবিহার সহ পাঁচ জেলাতেই মাঝারি থেকে অতি ঘন কুয়াশার স্তর দেখতে পাওয়া যাবে । 

88

পার্বত্য অঞ্চলগুলি বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্যান্য অংশে আগামি ৩ দিনে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

click me!

Recommended Stories