৩৪ ডিগ্রিতে পৌঁছে গেল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা, শনিবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার ৩৪ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা। 

ফাল্গুন মাসের শুরু থেকেই হু হু করে তাপমাত্রা বাড়ছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে, আপাতত তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। তারপর দোল পূর্ণিমার আগে একেবারে চড়চড়িয়ে চড়তে শুরু করে দিয়েছে তাপমাত্রার পারদ। শনিবার কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ৪ মার্চ শনিবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। দক্ষিণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত আবহাওয়া একই রকম চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিন এবং রাত, কোনও তাপমাত্রারই খুব-একটা হেরফের হবে না।

Latest Videos

অন্যদিকে, উত্তরবঙ্গে শনিবার দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে হতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কালিম্পং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে হতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, শনিবার উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে। তবে তার পরিমাণ থাকবে খুবই সামান্য। এই বৃষ্টি আগামিকাল পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টির জেরে তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন-

যিনি নজর কাড়েন, তিনিই গারদে পাঠান, ভারতের এই সুন্দরী পুলিশকর্মী ঘুষি মেরে ফেলে দিতে পারেন দাঁতও
আজ বাঙালির শৈশবের ঝরা পাতার দিন, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত্য জগত
Sonia Gandhi Latest News: হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, বারবার চলছে স্বাস্থ্য পরীক্ষা

Share this article
click me!

Latest Videos

মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC