সংক্ষিপ্ত

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে, সনিয়ার শারীরিক পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করার জন্য তৈরি রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম।

দিল্লির শ্রী গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধীকে। বৃহস্পতিবার তাঁকে সেখানে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে খবর, জ্বর সহ বেশ কয়েকটি শারীরিক সমস্যা রয়েছে তাঁর।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, সনিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে তাঁর কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। নেত্রীর শারীরিক পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করার জন্য তৈরি রাখা হয়েছে একটি বিশেষ মেডিকেল টিম।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসেও শ্বাসযন্ত্রে সংক্রমণ হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সনিয়া গান্ধীকে। তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে।

আরও পড়ুন-
‘জাতীয় দলের স্বীকৃতি পেতে ব্যর্থ তৃণমূল’, সরাসরি নির্বাচন কমিশনের কাছে চিঠি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর
রঙের সঙ্গেও জুড়ে থাকে রাশির শুভ যোগ, দোল পূর্ণিমার আগে জেনে নিন আপনার পক্ষে কোন রং শুভ

Earthquake News: মার্চের শুরুতেই ভূমিকম্প একেবারে বাংলার দোরগোড়ায়, শুক্রবার ভোর হতেই কেঁপে উঠল ওড়িশার মাটি