ফিসচুলার সমস্যায় জেরবার অনুব্রত মণ্ডল, আদালতের নির্দেশে জেলা হাসপাতালে তৃণমূল নেতা

ফুসচুলা ফেটে গিয়ে রক্ত বার হচ্ছে। আসানসোলের সিবিআই আদালতকে জানানোর পরেই তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছে বিচারক।

 

আসানসোল জেল থেকে সরাসরি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হল তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে। দীর্ঘ দিন ধরেই ফিসচুলার সমস্যায় ভুগছেন অনুব্রত। ফিসচুলা ফেলে রক্তপাত হয়েছে। ভার্চুয়াল শুনানির সময় আসানসোলের সিবিআই আদালতের বিচারপতিকে তেমনই জানিয়েছিলেন। তারপরই বিচারপতির নির্দেশে অনুব্রতকে জেল হাসপাতালে পাঠান হয়েছে।

এদিন আসানসোল আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির হয়েঠিলেন অনুব্রত মণ্ডল। সেই সময়ই বিচারক জানতে চান তাঁর শরীর কেমন আছে। জবাবে গরুপাচারকাণ্ডে ধৃত তৃণমূল নেতা জানিয়েছিলেন, ফিসচুলার সমস্যা তাঁকে কষ্ট দিচ্ছে। ফেটে গিয়ে রক্ত বার হচ্ছে। এই কথা শোনার পরই বিচারক অনুব্রতকে জেলা হাসাপাতে পাঠানোর নির্দেশ দেন। তবে অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দিয়েছে সিবিআই আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চ।

Latest Videos

অন্যদিকে অনুব্রত মণ্ডলের এই মামলা নিয়ে দিনভরই চলে টানাপোড়েন। একই দিনে দুটি আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রতর আইনজীবী। দিল্লির রাউস কোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে আসার নির্দেশ দিয়েছে। অন্যদিকে কলকাতা হাইকোর্ট রাউস কোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ চাইলে তা মঞ্জুর করেননি বিচারপতি। এই অবস্থায় অনুব্রতর আইনজীবী মামলাটি কিছুক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন জানান। তা অবশ্য মেনে নেন। আইনজীবী জানিয়েছিলেন মামলায় সওয়াল করবেন কপিল সিব্বাল। তিনি না আসা পর্যন্ত মামলা পিছিয়ে দেওয়ার আবেদন আদালত নেনে নিয়েছিল। কিন্তু সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বন্ধ হয়ে যায় কলকাতা হাইকোর্ট। তাই শনিবার আদালত বন্ধ থাকলেও বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি হবে বেলা ১১টা নাগাদ।

অন্যদিকে গরু-পাচার মামলায় অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে দেশ কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে। একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছে ইডি আর অনুব্রত। গত বছরের শেষের দিকেই দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত ইডির আর্জি মেনেও নিয়েছিল। কিন্তু সেই সময় বীরভূমেরই এক বাসিন্দা অনুব্রতর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতাকে সাত দিন পুলিশের হেফাজতে রাখা হয়। দিল্লি যাত্রা থমকে যায়। তারপর আবারও অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য সক্রিয় হয় ইডি। তবে এবার আপাতত আর কোনও বাধা নেই অনুব্রতে দিল্লি নিয়ে যাওয়ার।

আরও পড়ুনঃ

রাহুল গান্ধীর পেগাসাস মন্তব্য: কংগ্রেস বিজেপির মধ্যে বাকযুদ্ধ শুরু

প্রয়াত আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায়, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সোমা-কুন্তল যোগ, পার্লার মালকিনকে জেরা তদন্তকারীদের

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia