- Home
- West Bengal
- Kolkata
- চিংড়িঘাটা মেট্রোর ৩৬৬ মিটারের কাজ শেষ আগামী সেপ্টোম্বরে? কোর্টে দাবি নির্মাণ সংস্থার
চিংড়িঘাটা মেট্রোর ৩৬৬ মিটারের কাজ শেষ আগামী সেপ্টোম্বরে? কোর্টে দাবি নির্মাণ সংস্থার
Chingrighata Metro: এবার কি কাটবে চিংড়িঘাটা মেট্রোর জট? কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে রাজ্য ও মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্যে স্পষ্ট সেই দাবি। আগামী সেপ্টেম্বর মাসেই লাইনের কাজ শেষ হতে পারে।

চিংড়িঘাটা মেট্রো জট
চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কাটল বলা যেতে পারে। আদালতে তেমনই জানিয়েছে নির্মাণ সংস্থা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠেছিল এই মামলা। সেখানে রাজ্য সরকার ও নির্মাণকারী সংস্থা তাদের বক্তব্য পেশ করে। তাই মামলার নিষ্পত্তি হয়ে গেছে বলে জানিয়েছে আদালত।
হাইকোর্টে মামলা
বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে উঠেছিল চিংড়িঘাটা মেট্রোর মামলা। দুই পক্ষের বক্তব্য শোনার পরই ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যেহেতু সমস্যাটি মিটে গেছে তাই আদালত আর এই বিষয়টিতে ঢুকছে না।
জটিলতার কারণ
চিংড়িঘাটার কাছে প্রায় ৩৬৬ মিটার মেট্রোর কাজ আটকে রয়েছে। জট খুলতে রাজ্য সরকার, পুলিশ, কলকাতা মেট্রো, নগর উন্নয়ন পর্ষদ, মেট্রো রেল কর্তৃপক্ষ ও নির্মাণ সংস্থা আরভিএনএলকে একত্রে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত আরও নির্দেশ দিয়েছিল জনগণের স্বার্থের কথা মাথায় রেখেই বৈঠকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। গত ৯ সেপ্টেম্বরজটিলতার কারণ বৈঠক হয়। তারপরই দুই পক্ষ আদালতের দ্বারস্থ হয়।
রাজ্যের বক্তব্য
রাজ্যের পক্ষ থেকে জানান হয়েছে সেপ্টেম্বর ও অক্টোবর রাজ্যে উৎসবের মরশুম। তারপর নভেম্বর মাসে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ট্রাফিক ব্লক করতে রাজ্যের কোনও সমস্যা নেই।
মেট্রো রেলের বক্তব্য
মেট্রো রেল ও নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, নভেম্বরে ট্রাফিক ব্লক হলে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত লাইনের কাজ শেষ করে ফেলবে।
ট্রাফিক ব্লক
নভেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ট্রাফিক ব্লকের কথা বলেছে রাজ্য সরকার। অর্থাৎ এই নির্ধারিত সপ্তাহগুলিতে শুক্র, শনি ও রবিবার চিংড়িঘাটা মোড়়ে ট্রাফিক ব্লক করা হবে। এই রাস্তা দিয়ে গাড়়ি চলাচল করবে না। ঘুরিয়ে দেওয়া হবে গাড়়ি। এই সময়েই এই এলাকার নির্মাণকাজ শেষ করে নির্মাণকারী সংস্থা।
অরেঞ্জ লাইন চালু
এই এলাকার কাজ সম্পন্ন হলে অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমান বন্দর বা জয়হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচলে চাসু করা যাবে। তাতে সুবিধে হবে জনগণের।

