আবহাওয়া বদলের বড় আপডেট, এই দিন থেকেই জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস হাওয়া অফিসের

Published : Dec 02, 2024, 09:15 PM IST

ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পরেও কলকাতা -সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই মেঘলা আকাশ। প্রশ্ন কবে থেকে আবার ফিরবে শীত। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস রাজ্যে আবার শীত ফিরতে আরও কিছু দিন লাগবে । 

PREV
110
কলকাতা আবহাওয়া

আলিপুর হাওয়া অফিসের সোশ্যাল মিডিয়া সাইটের বার্তা অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্র ২৫ ও ১৯ ডিগ্রি সেলসিয়াস।

210
মেঘলা আকাশ

আলিপুর হাওয়া অফিসের সোশ্যাল মিডিয়া অনুযায়ী আজও কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ থাকবে মেঘলা। এখনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

310
আগামী দিনে...

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শনিবার পর্যন্তই আকাশের মুখ ভার থাকবে। তবে আজকের পর থেকে নেই বৃষ্টির পূর্বাভাস।

410
রবিবার রৌদ্রজ্জ্বল দিন

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকেই পরিষ্কার হবে আকাশ। উন্নতি হবে আবহাওয়ার।

510
শীত ফিরবে...

আলিপুর হাওয়া অফিসের মতে শীত ফিরবে আগমী সপ্তাহ থেকেই।

610
৯ ডিসেম্বরের পর জাঁকিয়ে শীত

আবহাওয়াবীদদের অনেকের কথায় আগামী ৯ ডিসেম্বরের পর থেকেই কলকাতায় জাঁকিয়ে শীত পড়বে।

710
কুয়াশা ঢাকা সকাল

আগামী কয়েক দিনও সকালের দিকে আকাশ থাকবে কুয়াশায় ঢাকা। বেলা বাড়লেও রোদের দেখা পাওয়া যাবে না।

810
উত্তরবঙ্গে শীতের আমেজ

উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ। সঙ্গে সকালের দিকে থাকবে কুয়াশা।

910
ঘূর্ণিঝ়ড়ের কারণে আবহাওয়ার বদল

বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড়ের কারণেই আবহাওয়ার বড় বদল হয়েছে। যার কারণে শীত মাঝপথেই থমকে গেছে।

1010
তাপমাত্রর পারদ চড়া

সম্প্রতি তাপমাত্রার পারদ চড়ছে কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

click me!

Recommended Stories