Weather Report: আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বড় ভোলবদল, রইল সপ্তাহ শেষের আবহাওয়া

Published : Nov 15, 2024, 03:08 PM IST

আর মাত্র দুই দিন- তারই মধ্যে কলকাতা -সহ গোটা রাজ্যেই কয়েক দিনের মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

PREV
18
শীতের আমেজ

এবার শীতের আমেজ কলকাতা -সহ গোটা দক্ষিণবঙ্গে। তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিম্নগামী। তবে এখানেই শেষ নয়।

28
তাপমাত্রা নিম্নগামী

নভেম্বরের প্রথম দিকে তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বগামী। কিন্তু চলতি সপ্তাহেই ধীরে ধীরে নিম্নমুখী তাপমাত্রা।

38
আগামী দিনে...

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভারস আর দুই একদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আকাশ পরিষ্কার রয়েছে। তাই শীত আসতে বাধা নেই।

48
শীতের হাওয়া

শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শীত শীত ভাব অনুভব করা যাচ্ছে। উত্তর-পশ্চিম হাওয়ার দাপটের ফলে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

58
কলকাতার তাপমাত্রা

এদিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।

68
তাপমাত্রা আরও কম

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতা -সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমবে শনিবার ও রবিবারে। তাই এবার হালকা গরমকাপড় বার করে ফেলেই পারেন।

78
হওয়া বদল

আগামী পাঁচ দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা চলে যাবে স্বাভাবিকের নীচে। সপ্তাহান্তে অর্থাৎ শনি-রবিবারেই আবহাওয়া বদলে যাবে অনেকটাই।

88
কুয়াশা ঘেরা সকাল

আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলি সকালে ঢাকা থাকবে কুয়াশায়। ধোঁয়াশা থাকবে একাধিক এলাকায়। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

click me!

Recommended Stories