ঘন কুয়াশায় ঢেকে শুরু হয়েছিল প্রাক বড়দিন। রবিবারের আকাশ ছিল অংশত মেঘলা। কুয়াশায় ঢেকেছিল শহর থেকে জেলা।
বড়দিনের আগে থেকেই একধাক্কায় প্রায় ৩ ডিগ্রি বেড়ে গেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত জাঁকিয়ে শীতের আমেজ ফিকে হয়ে পড়েছে শহরে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা সর্বোচ্চ হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে আবার তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা উপরের দিকেই থাকবে।
ঘূর্ণাবর্ত এবং পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা জমার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাও দেখা যাবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামি কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।
তবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। সিকিমের তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং এবং কালিম্পং-এর উঁচু পার্বত্য এলাকাতেও। অবশিষ্ট উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া।