Published : Jun 11, 2025, 06:38 AM ISTUpdated : Jun 11, 2025, 06:43 AM IST
Weather Update: দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ ও আর্দ্রতার জন্য জনজীবন অতিষ্ঠ। হাওয়া অফিস জানিয়েছে, ১২ জুন পর্যন্ত বর্ষার কোনও সম্ভাবনা নেই। তবে, বুধবার বিকেলের পর থেকে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, আপাতত বর্ষার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ ও দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমি বায়ুর জন্য অনুকূল নয় বলে মনে করছে হাওয়া অফিস।
511
১২ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বর্ষার সম্ভাবনা নেই। এমনই অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। বর্ষা না ঢুকলেও হতে পারে ঝড় বৃষ্টি।
611
আজ বুধবার বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। বুধবারের বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে জেলায় জেলায়।
711
বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূন, মুর্শিদাবাদে।
811
আজ বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে।
911
বুধবার বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। আজ দিনভর থাকবে পরিষ্কার আকাশ। বিকেলের পর আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে, বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই।
1011
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
1111
উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। আজ বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।