Weather update: বর্ষার শেষ পর্বে ঘনিয়ে আসছে নিম্নচাপ, তিন জেলায় জারি হল কমলা সতর্কতা

Published : Sep 21, 2023, 05:02 PM IST
rain weather kolkata

সংক্ষিপ্ত

আগামী ৩-৪ দিন বঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

ঘনিয়ে আসছে নিম্নচাপ। বর্ষার শেষ স্পেলে নাজেহাল অবস্থা বাংলার। তুমুল বৃষ্টিতে ভাসছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। গত কয়েকদিন ধরে রাজ্যের প্রায় সব জেলাতেই দিনভর চলছে বৃষ্টি। আগামী ৩-৪ দিন বঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির দু'একটি জায়গায়। এই তিন জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে।

বৃহস্পতিবার ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শহরজুড়ে। শুধু কলকাতা নয় বৃষ্টি হচ্ছে একাধিক সংলগ্ন এলাকায়। গত কয়েকদিন ধরেই রোদের দেখা নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এরফলেই উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকেই বৃষ্টি শুধু হয়েছে তিলোত্তমায়। এদিন দিনভর বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে । অন্যদিকে লাগাতার বৃষ্টিতে অনেকটাই নেমেছে শহরের তাপমাত্রা। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৭১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৪ মিমি।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গতকাল ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। অন্যদিকে বুধবার থেকেই পাহাড়ে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও কালিম্পং-এ অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি ছয় জেলায়।

PREV
click me!

Recommended Stories

'বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক', কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Purba Medinipur: এক ঘণ্টায় বিজেপিকে ‘সাফ’ করার হুমকি তৃণমূল নেতাদের! পাল্টা দিয়ে চরম কটাক্ষ বিজেপির