বাংলার বেশ কয়েকটি জেলায় চলতি সপ্তাহেই হতে পারে বৃষ্টি।
ফেব্রুয়ারির মাঝখান থেকে ওঠানামা করতে শুরু করেছে তাপমাত্রার পারদ। কখনও শিরশিরে ঠাণ্ডার আমেজ, কখনও আবার চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া, মিশ্র অনুভূতিতে জেরবার বাংলার মানুষ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহের আগেও ফের আবহাওয়ায় বড়সড় বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ।
-
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবারই বৃষ্টি শুরু হতে পারে কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, তার পরিমাণ থাকতে পারে খুবই সামান্য। দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ হতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে, কালিম্পং জেলার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ হতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বুধবারের পর থেকে বৃষ্টি হতে পারে ।
-
দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে ঘনাচ্ছে নিম্নচাপের মেঘ। চলতি সপ্তাহে প্রায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতা হাওড়া হুগলি সহ গাঙ্গেয় বঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আকাশ মেঘলা থাকার দরুন চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে ।