- Home
- West Bengal
- Kolkata
- Weather News: ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, কিন্তু এখনই দক্ষিণবঙ্গে আসছে না বর্ষা! কবে আসবে?
Weather News: ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, কিন্তু এখনই দক্ষিণবঙ্গে আসছে না বর্ষা! কবে আসবে?
বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। আজ ফের জেলায় জেলায় ঝড় বৃষ্টির ছবি দেখা গিয়েছে। কিন্তু এখনই নাকি দক্ষিণবঙ্গে ঢুকছে না বর্ষা! তাহলে সেই কাঙ্খিত তারিখ কবে, জেনে নিন।

বৃষ্টি কই? সকলের মুখে এই একটাই প্রশ্ন ছিল। তবে আর চিন্তা নেই। ফের জেলায় জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। যদিও পূর্বাভাস ছিলই।
জানা গিয়েছে, মূলত পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে এ নাকি বর্ষার বৃষ্টি নয়। অর্থাৎ এখনই নাকি বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকছে না।
এ বছর দক্ষিণ–পশ্চিম মৌসুমি বাতাস ১ জুনের পরিবর্তে ২৪ মে কেরালায় প্রবেশ করেছে। উত্তরবঙ্গেও বর্ষা শুরু হয়েছে ৮ জুনের পরিবর্তে ২৯ মে।
তার পর থেকেই দক্ষিণবঙ্গেও সময়ের কিছুটা আগে বর্ষা নামার প্রত্যাশা তৈরি হয়েছে।
কিন্তু এখনও পর্যন্ত তার লক্ষণ দেখা যায়নি। আবহবিদদের একাংশ মনে করছেন, কয়েক দিন আগে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেই নিম্নচাপের প্রভাবে উত্তর–পূর্ব ভারতে সময়ের আগে বর্ষা ঢুকলেও নিম্নচাপ জলীয় বাষ্প টেনে নিয়ে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কিছুটা থমকে দিয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বাতাসের প্রভাবে ‘যথাযথ’ বর্ষা শুরু হওয়ার একাধিক শর্ত রয়েছে। তার মধ্যে একটি হলো—নির্দিষ্ট এলাকার অন্তত ৭০ শতাংশ ওয়েদার স্টেশনে জুন মাস পড়ার পর টানা দু’দিন ২.৫ মিলিমিটার বৃষ্টি হতে হবে।
মঙ্গলবার রাতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুধু তুমুল বৃষ্টি নয়, সঙ্গী হয়েছিল ভয়াবহ বজ্রপাত। কয়েক মুহূর্ত পর পর কান ফাটানো বাজের আওয়াজে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন মানুষজন। তবে প্রকৃতি যত তাণ্ডবই দেখাক, রাজ্যের দক্ষিণ অংশে ‘যথাযথ’ বর্ষা নামতে এখনও কিছুটা দেরি রয়েছে বলেই মনে করছেন আবহবিদদের একাংশ।
তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।
বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বৃষ্টি হবে।

