Weather News: দক্ষিণবঙ্গে পারদপতনের রেকর্ড, উত্তরে ঝোড়ো হাওয়ার সঙ্গে দারুণ তুষারপাত

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গেও অন্য জেলাগুলিতেও পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

Sahely Sen | Published : Dec 11, 2023 6:56 AM
18

ঘূর্ণিঝড় মিগজাউমের রেশ কেটে যেতেই হু হু করে পারদপতন হতে শুরু করেছে সারা বাংলায়। দক্ষিণবঙ্গের তাপমাত্রায় রেকর্ড পতন হয়েছে রবিবার। 

28

মেঘাচ্ছন্ন আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠতেই শুরু হয়েছে উত্তুরে হাওয়ার দাপট। চলতি সপ্তাহে আরও শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

38

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। তারপর সোমবার এবং মঙ্গলবার তাপমাত্রার পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

48

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গেও অন্য জেলাগুলিতেও পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে ভোরবেলা দেখা যেতে পারে পুরু কুয়াশাও। 

58

দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়া থাকবে রোদ ঝলমলে। বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে, উত্তরে দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী দু’দিন বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 

68

উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে শীতও পড়বে জাঁকিয়ে।

78

রবিবার দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এদিনই ছিল উত্তরবঙ্গের শীতলতম দিন। চলতি সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকতে পারে। তবে, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে চলতে পারে তুষারপাত।

88

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সাতটি জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টিপাত হবে না। তবে আগামী কয়েকদিন দার্জিলিংয়ে রোজই বৃষ্টি বা তুষারপাত হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos