দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আর কিছুক্ষণ পরেই। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
Saborni Mitra | Published : Jun 20, 2024 8:30 AM IST / Updated: Jun 20 2024, 03:17 PM IST
বৃহস্পতিবার বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেলের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে।
ঝড় বৃষ্টির সম্ভাবনা
আলিপুর হাওয়া অফিস জানিয়েছেন, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। তার জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
ঝোড়ো হাওয়া
বৃষ্টির সঙ্গে ৪--৫০কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি
আবহাওয়া দফতর সূত্রের খবর ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার কারণেই বৃষ্টি হতে পারে।