বঙ্গ জুড়ে হাওয়া বদল, উত্তুরে হাওয়ার প্রভাবে রেকর্ড পারদ পতন কলকাতায়, জাঁকিয়ে শীত পড়তে আর কত দিনের অপেক্ষা?

আবহাওয়া দফতর জানিয়েছ চলতি সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যজুড়েই তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা থাকছে।

Web Desk - ANB | Published : Nov 15, 2022 2:42 AM IST / Updated: Nov 15 2022, 08:37 AM IST

নভেম্বরের তৃতীয় সপ্তাহে ফের পারদ পতন বঙ্গে। রাজ্যজুড়ে শীতের আমেজ। ভোরের দিক থেকেই বেশ শীতের ভাব। বেলা গড়াতে তাপমাত্রা খানিকটা বাড়লে, অস্বস্তিকর গরম সেভাবে অনুভূত হচ্ছে না। ইতিমধ্যেই রাতে পাখার প্রয়োজন ফুরিয়েছে কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলায়। রাতের তাপমাতা আরও কমবে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছ চলতি সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যজুড়েই তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা থাকছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বাংলায় হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছিল আলিপুর।

কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে নামল তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর চলতি সপ্তাহতেই আরও নামবে শহরের তাপমাত্রা। ভোর থেকেই ঘন কুয়াশা শহর জুড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। আলিপুর জানাচ্ছে আগামী ১৫ ডিসেম্বরের আগে আও দু'থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে শহরে। তবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের আগে শীত স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই বলেও জানাল হাওয়া অফিস। শুধু কলকাতায় নয় পারদ পতন বাংলার অন্যান্য জেলাতেও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে রেকর্ড হারে নামল তাপমাত্রা।

Latest Videos

শুধু দক্ষিণবঙ্গে নয় পারদ পতন উত্তরবঙ্গেও। পাহাড়ে ইতিমধ্যেই বেশ জাঁকিয়ে পড়েছে শীত। মঙ্গলবার তাপমাত্রার পারদ নেমেছে সর্বোচ্চ ১৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার-সহ অন্যান্য জেলাতেও তাপমাত্রা ৩০ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর ও পুরুলিয়াতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৮ ডিগ্রি ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন - 

টুইটার, মেটা ও মাইক্রোসফটের পর এখন অ্যামাজন, ১০ হাজার মানুষকে ছাঁটাই করার প্রস্তুতি

টেট উত্তীর্ণদের তালিকায় মমতা-অভিষেক-শুভেন্দু-সুজন! কটাক্ষের ঝড় সুকান্ত মজুমদারের টুইটে

মুরগীর মাংসের দাম ১৫০ টাকা করুন, এত দাম হলে লোকে খাবে কী করে? নবান্নের বৈঠকে সোজা নির্দেশ মমতার

Share this article
click me!

Latest Videos

'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস