বঙ্গে একটানা বৃষ্টির থেকে মিলেছে রেহাই। ছুটির সকালে কলকাতার আকাশ ঝলমলে, দেখা দিয়েছে রোদ্দুর।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ শুষ্কই থাকবে। কিছু কিছু জেলায় মেঘ জমে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অতএব, ছুটির বিকেলে পুজোর বাজারে লক্ষ্মীলাভের সম্ভাবনা রয়েছে দুর্দান্ত!
তবে, বৃষ্টি না হওয়ার দরুন, ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প অধিক থাকার দরুন ঘর্মাক্ত পরিস্থিতিতে ক্লান্তিও সৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও রবিবার বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। বিক্ষিপ্তভাবে মেঘ জমতে পারে। তবে, মূলত আকাশ শুষ্কই থাকবে।
আসন্ন সপ্তাহে মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গেও পর্যটকদের জন্য বজায় থাকছে মনোরম আবহাওয়া।