আচমকা বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, জলীয় বাষ্পের আধিক্যের কারণে ঘর্মাক্ত পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের মানুষের অবস্থা কাহিল।
27
তারই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ব্যাপক বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
37
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি ঘুর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে।
47
আগামি ২৪ ঘণ্টার মধ্যেই এটি উত্তর-পশ্চিম দিকে ধাবিত হবে। ফলে, উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
57
শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
67
উত্তরবঙ্গের আকাশ আপাতত পরিষ্কার থাকবে। শুক্র ও শনিবার বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। রবিবার থেকে হালকা বৃষ্টি শুরু হতে পারে।
77
মঙ্গলবার পার্বত্য বঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং থেকে মালদহ, উত্তরের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।