বিশ্বকর্মা পুজোয় আকাশে উড়বে ঘুড়ি, আর বিভিন্ন কারখানা বা দোকানবাজারে থাকবে কর্মীদের আনন্দের রেশ। কিন্তু, এ কি! তার বদলে কখনও ঘন কালো মেঘ, কখনও আবার চড়া রোদের লুকোচুরি!
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিশ্বকর্মা পুজো ও গণেশ পুজোতেও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভিজতে পারে বৃষ্টিতে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে আবার তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা সংলগ্ন উপকূলের দিকে রয়েছে এর অভিমুখ।
নতুন সৃষ্ট ঘূর্ণাবর্তের দাপটে দক্ষিণের আকাশ ফের মেঘাচ্ছন্ন। সোমবার থেকে একটানা বেশ কয়েকদিন দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতায় ঘূর্ণাবর্তের জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃ্ষ্টি হতে পারে।
বিশ্বকর্মা পুজোয় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা।
মঙ্গলবার থেকে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে তাপমাত্রার পারদ সামান্য নেমে যেতে পারে।