Weather News: জেলায় জেলায় জাঁকিয়ে ঠাণ্ডা, সর্বাধিক তাপমাত্রাও নেমে গেছে স্বাভাবিকের নীচে

জেলায় জেলায় স্বাভাবিকের চেয়ে নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। আর, চলতি বছরে উত্তরবঙ্গকে ঠাণ্ডায় টেক্কা দিচ্ছে দক্ষিণ।

Sahely Sen | Published : Dec 12, 2023 1:25 AM IST

16

মেঘলা নয়, রাজ্য জুড়ে পরিষ্কার হয়ে গেছে আকাশ, ফলত, হু হু করে বঙ্গে ঢুকছে উত্তুরে হাওয়া। ফলে, তাপমাত্রার পারদ নামছে হুড়মুড়িয়ে। 

26

জেলায় জেলায় স্বাভাবিকের চেয়ে নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। আর, চলতি বছরে উত্তরবঙ্গকে ঠাণ্ডায় টেক্কা দিচ্ছে দক্ষিণ।  

36

তাপমাত্রার রেকর্ড বলছে, কালিম্পং-এর তাপমাত্রা যখন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, তখন দক্ষিণবঙ্গে বর্ধমানের তাপমাত্রা ১০.৮ ডিগ্রি। শ্রীনিকেতন ১১.৪, মেদিনীপুর ১৩.১, দিঘায় ১৩.৬। 

46

উত্তরে কোচবিহার আর দক্ষিণে কৃষ্ণনগরের তাপমাত্রা মোটামুটি একই, ঘোরাফেরা করছে ১৪ ডিগ্রির কাঁটায়, সেই একই তাপমাত্রা রয়েছে কলকাতার দমদমেও। অর্থাৎ, উত্তর-দক্ষিণ সর্বত্র ঠাণ্ডা পড়েছে সমান গতিতে। 

56

অন্যদিকে, শীতে কাঁপছে শৈলশহর দার্জিলিং। ঠাণ্ডায় বরফ পড়াও উপভোগ করছেন পর্যটকরা। কালিম্পং-এও জমে গেছে তুষারপাত। 

66

দার্জিলিঙে পারদ নেমে গেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন ধরে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশে কোনও বাধা নেই, ফলত, ঠাণ্ডার দাপট আপাতত অব্যাহতই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos