তাপমাত্রার রেকর্ড বলছে, কালিম্পং-এর তাপমাত্রা যখন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, তখন দক্ষিণবঙ্গে বর্ধমানের তাপমাত্রা ১০.৮ ডিগ্রি। শ্রীনিকেতন ১১.৪, মেদিনীপুর ১৩.১, দিঘায় ১৩.৬।
উত্তরে কোচবিহার আর দক্ষিণে কৃষ্ণনগরের তাপমাত্রা মোটামুটি একই, ঘোরাফেরা করছে ১৪ ডিগ্রির কাঁটায়, সেই একই তাপমাত্রা রয়েছে কলকাতার দমদমেও। অর্থাৎ, উত্তর-দক্ষিণ সর্বত্র ঠাণ্ডা পড়েছে সমান গতিতে।