টি-২০-র মেজাজে থেকে পৌষ সংক্রান্তিতেই বিদায় ঘণ্টা শীতের! বড় পূর্বাভাস হাওয়া অফিসের

Published : Jan 09, 2026, 12:17 PM IST

গত দুই দিন তাপমাত্রা পারদ কিছুটা হলেও উদ্ধ্বমুখী। তবে কী পৌষ মাসের সঙ্গেই বিদায় নেবে শীতকাল? জানুয়ারি মাসেই বাড়তে গরম। বড় আপডেট ছিল আলিপুর হাওয়া অফিস। 

PREV
15
চরম আবহাওয়া

২৫ ডিসেম্বর থেকে শীতের ঝোড় ব্যাটিং। প্রায় টি-২০-এর মেজাজে ছিল শীত। রেকর্ড ভেঙে জানুয়ারিতেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে দিয়েছিল ১০ ডিগ্রি সিলসিয়াসে। কিন্তু গত দুই দিন তাপমাত্রা পারদ কিছুটা হলেও উদ্ধ্বমুখী। তবে কী পৌষ মাসের সঙ্গেই বিদায় নেবে শীতকাল? বড় আপডেট ছিল আলিপুর হাওয়া অফিস।

25
পৌষেই শীতের বিদায়!

হাত আর মাত্র ৫ দিন সময় রয়েছে। তারপরই শেষ হয়ে যাবে পৌষ মাস। পৌষ মাসের পরই শীতের বিদায় ঘণ্টা বাজবে। এমনই মনে করছেন অনেকে। আলিপুর হাওয়া অফিস সেই সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস এখনই বিদায় নিচ্ছে না শীত। তবে কনকনে ঠান্ডা যেমনটা পড়়েছিল জানুয়ারির প্রথম তেমন নাও থাকতে পারে। শীতের আমেজ থাকবেই।

35
সাগরে নিম্নচাপ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। কিন্তু সেটির কোনও প্রভাব পড়বে না বাংলায়। কলকাতার তাপমাত্রা সামান্য একটু বাড়লেও রাজ্য জুড়ে উত্তুরে হাওয়ার দাপট যেমন ছিল তেমনই থাকবে। বজায় থাকবে শীত।

45
কুয়াশার সতর্কতা

আগামী দিনগুলিতে রাজ্যে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতা। বীরভূম, নদিয়া,দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা,দুই বর্ধমানে কুয়াশার সতর্কতা জারি। আগাম শনিবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং-সহ গোটা এলাকায় শীতের দাপট আগামী কয়েক সপ্তাহ থাকবে।

55
পৌষ সংক্রান্তির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পৌষ সংক্রান্তির দিন একধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই কমবে কলকাতা-সহ বঙ্গে। ১৪-১৫ জানুয়ারি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Read more Photos on
click me!

Recommended Stories