- Home
- West Bengal
- West Bengal News
- পৌষ সংক্রান্তি পর্যন্ত হাড়কাঁপানো শীত কলকাতায়? ৬ দিনের কনকনে ঠান্ডা নিয়ে বড় আপডেট
পৌষ সংক্রান্তি পর্যন্ত হাড়কাঁপানো শীত কলকাতায়? ৬ দিনের কনকনে ঠান্ডা নিয়ে বড় আপডেট
এবার রেকর্ড শীত কলকাতা-সহ গোটা বঙ্গে। দক্ষিণবঙ্গে এবার জাঁকিয়ে শীত পড়েছে। এখানেই শীত কমার কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস। রইল কলকাতার তাপমাত্রা।

কনকনে ঠান্ডায় জেরবার বাংলা
এবার রেকর্ড শীত কলকাতা-সহ গোটা বঙ্গে। দক্ষিণবঙ্গে এবার জাঁকিয়ে শীত পড়েছে। এখানেই শীত কমার কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পৌষ সংক্রান্তি পর্যন্ত ঠান্ডা চলবে।
আজ কলকাতার তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা ২২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি কম।
পূর্বাভাস কলকাতার জন্য
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আগামিকাল ও পরশু সামান্য কুয়াশা থাকতে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে থাকবে।
পৌষ সংক্রান্ত পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন নয়
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত কলকাতার তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলপুর হাওয়া অফিস জানিয়েছে এদিন দার্জিলিং-এর তাপমাত্রা ছিল ১ ডিগ্রি। রাজ্যের শীতলতম স্থান। গোটা উত্তরবঙ্গই কনকনে ঠান্ডায় কাঁপছে। দক্ষিণবঙ্গে শীতলতম স্থান শ্রীনিকেতন। তাপমাত্রা ৭.৮ ডিগ্রি।

