Scholarship 2025: পশ্চিমবঙ্গ সরকারের নতুন Oasis স্কলারশিপ ২০২৫-২৬ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ SC, ST, OBC ছাত্রছাত্রীদের জন্য বছরে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা প্রদান করবে। আবেদনের জন্য নির্দিষ্ট নিয়মাবলী পালন করতে হবে।
এবার প্রকাশ্যে এল আরও এক প্রকল্পের কথা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলবে ২০ হাজার, টাকা দেবে মমতা সরকার।
511
চালু হচ্ছে Oasis স্কলারশিপ ২০২৫-২৬। পশ্চিমবঙ্গ সরকারের শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তরের অধীনে ছাত্রাছাত্রীদের জন্য এই স্কিম চালু আছে।
611
Oasis স্কলারশিপ -এ যোগ্য ছাত্র ছাত্রীরা বছরে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে।
711
Oasis স্কলারশিপ SC, ST, OBC সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য। আবেদনের জন্য পড়ুয়াদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
811
এই Oasis স্কলারশিপের সুবিধা পেতে গেলে পড়ুয়াদের কয়টি কথা মাথায় রাখুন।
911
আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে নিজের সঠিক আধার নম্বর, লিঙ্গ এবং জন্ম তারিখ লিখুন। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে সঠিক কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন।
1011
কোনও অমিল দেখা দিলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে এবং কোনও ভুল তথ্য এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেয়ে গেলেও টাকা পুনরুদ্ধার করা হতে পারে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
1111
তাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে তা এই সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করুন। তা না হলে আপনি পড়বেন বিপদে।