Lakshmi Bhandar: ২০২৫ সালে একটা টাকাও বাড়বে না লক্ষ্মীর ভাণ্ডারে! রাজ্যের মহিলাদের আচমকা দুসংবাদ দিল নবান্ন
খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্য। ২০২৫ অর্থাৎ চলতি বছরে এক টাকাও নাকি বাড়বে না লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। এমনিতেই এবারের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বেশ খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্।
লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাকে মাসে এক হাজার টাকা এবং তফসিলি জাতি-উপজাতি ভুক্ত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলাদের মাসে ১,২০০ টাকা করে দেওয়া হয়।
210
এবারের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও টাকা বৃদ্ধির কথা উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
310
অনেকেই ভেবেছিলেন বাজেটের পরে হয়ত সেই আশা পূর্ণ হবে।
410
তবে ২০২৫ সালে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির সম্ভাবনা যে বেশ কম, তা মনে করা হচ্ছে।
510
রাজ্য সরকারের বাজেট বইয়ে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ থাকলেও ওই প্রকল্পের জন্য বাড়তি অর্থ বরাদ্দ বা মাথা পিছু অর্থ বাড়ানোর কথার কোনও উল্লেখ নেই।
610
তবে ২০২৬ সালের ভোটের আগে ওই পরিমাণ আরও বাড়ানো হবে বলেই প্রশাসনিক মহলের ধারনা।
710
অনেকের ধারনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোটের ছ’মাস আগে ওই বর্ধিত পরিমাণ ঘোষণা করতে পারেন।
810
অনেকের আবার বক্তব্য, তার আগেও আলাদা করে লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পে মাথাপিছু অর্থের পরিমাণ বাড়াতে পারেন মমতা।
910
অনেকেই ভেবেছিলেন, বাজেটেই ওই মাথাপিছু অর্থের পরিমাণ বাড়ানো হবে। জল্পনা ছিল ডিএ-র পরিমাণ বাড়ানো নিয়েও। তা অবশ্য করা হয়েছে।
1010
আগামী বছরে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। তার আগে অবশ্যই বাড়নো হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।