Joka Metro: আয়তনে বাড়ছে জোকা মেট্রো, যাত্রীদের সুবিধের জন্যই বড় সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের
Joka Metro: আয়তনে বেড়ে যাচ্ছে জোকা মেট্রো (Joka Metro)। আরও নতুন দুটি স্টেশন সংযুক্ত করার সিদ্ধান্ত মেট্রো (Metro Rail) রেলের। বরাদ্দ হয়েছে ১০০ কোটি টাকা।
এবার আয়তনে বাড়ছে জোকা মেট্রো। আরও নতুন দুটি স্টেশন যুক্ত হচ্ছে জোকা মেট্রোয়।
211
এতদিন অন্তিম স্টেশন
এতদিন পর্যন্ত মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত চলত এই মেট্রো। এসপ্ল্যান্ড মেট্রো স্টেশনের দিকের কাজ চলছে। এবার আরও নতুন দুটি স্টেশন যুক্ত হচ্ছে। বদলে যেতে চলেছে প্রান্তিক স্টেশন।
311
নতুন প্রান্তিক স্টেশন
এবার এসপ্ল্যানেডের পরিবর্তে ইডেন গার্ডেন পর্যন্ত মেট্রো চলবে। অন্যদিকে জোকার পরিবর্তে আইআইএম জোকা পর্যন্ত চলবে মেট্রো।
411
ইডেন গার্ডেন্স স্টেশন
মেট্রো সূত্রের খবর প্রিন্সেপ ঘাট, সার্কুলার রেল স্টেশনের লাগোয়া অংশে তৈরি করা হবে ইডেন গার্ডেন স্টেশন।
511
যাত্রী সুবিধে
মেট্রো রেল সূত্রের খবর দক্ষিণ শহরতলির নৈনান, বিষ্ণুপুরের মানুষের সুবিধে হবে। অন্যদিকে সুবিধে পাবেন বাবুঘাটের দিকের যাত্রীরাও। তাই অনুমোদন দেওয়া হয়েছে।
611
জোটা মেট্রোর দূরত্ব
বর্তমানে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোর বা পার্পেল লাইনের দৈর্ঘ ছিল ১৪.১ কিলোমিটার। নতুন দুটি স্টেশন যুক্ত হলে সেই দৈর্ঘ্য বেড়ে দাঁড়াবে ১৮ কিলোমিটার। অর্থাৎ আরও চার কিলোমিটার বাড়ছে।
711
বরাদ্দ
মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই নতুন দুটি স্টেশন তৈরির অনুমোদন দিয়েছে। বর্তামানে ১.৬ কিলোমিটার কাজ করার জন্য বরাদ্দ করা হয়েছে ১০০০ কোটি টাকা।
811
ইডেন গার্ডেন্স স্টেশন
মেট্রো সূত্রের খবর ইডেন গার্ডেন্সের এক নম্বর গেটের কাছে অর্থাৎ মোহনবাগান মাঠের কাছে নতুন স্টেশন হবে।
911
১৪তম মেট্রো স্টেশন হবে ইডেন গার্ডেন্স
সহজেই কলকাতা হাই কোর্ট, বাবুঘাট, স্ট্র্যান্ড রোড, বিবাদী বাগ, বিধানসভার মতো জায়গায় পৌঁছনো যাবে। আপাতত যা পরিকল্পনা, তাতে পার্পল লাইনের ১৪তম মেট্রো স্টেশন হবে ইডেন গার্ডেন্স।
1011
আইআইএম জোকা
৯টি স্টেশন (আইআইএম জোকা, জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা, মাঝেরহাট এবং মোমিনপুর) মাটির উপরে থাকবে। আর পাঁচটি স্টেশন (খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড এবং ইডেন গার্ডেন্স) থাকবে মাটির তলায়। অর্থাৎ ওই পাঁচটি স্টেশন হবে আন্ডারগ্রাউন্ড।
1111
মেট্রো চলাচল
মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত পার্পেল লাইনে মেট্রো চলাচল করে। এই রুটে যাত্রী সংখ্যা কম। সেই কারণে ৫০ মিনিট অন্তর চলে মেট্রো। ধর্মতলা পর্যন্ত এই করিডরের মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে যাত্রীসংখ্যা স্বাভাবিকভাবেই অনেকটাই বেড়ে যাবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ।