নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। এবার পার্থ বিপদ বাড়ালেন তাঁর নিজের জামাই।
210
পার্থর জামাই
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। বিদেশে ছিলেন। নিউইয়র্ক থেকে ডিসেম্বর মাসেই তিনি দেশে ফিরেছেন।
310
শ্বশুরের বিরুদ্ধ রাজসাক্ষী
পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করেছেন।
410
জামাইয়ের আবেদন
একদিকে শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন কল্যাণময় ভট্টাচার্য। অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ থেকে তাঁকে মুক্ত করারও আবেদন করেছেন।
510
আদালতের নির্দেশ
সূত্রের খবর ইডির বিশেষ আদালত কল্যাণময় ভট্টাচার্যের আবেদন মঞ্জুর করেছে। সূত্রের খবর জামাই গোপন জবানবন্দি দেওয়ার ব্যাপারে সম্মত্তিও জানিয়েছে।
610
পঞ্চম চার্জশিটেই কল্যাণের নাম
সূত্রের খবর নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম চার্জশিট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেখানেই কল্যাণময়কে অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
710
নিয়োগ দুর্নীতির টাকা
কল্যাণকে একাধিক বার জেরা করে ইডি জানতে পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনকে নগদে টাকা দিতেন পার্থ। সেই টাকাই আবার ফিরে আসত তাঁর স্ত্রীর নামে তৈরি ট্রাস্টে। এ ভাবে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট দুর্নীতির অন্যতম আঁতুড়ঘর হয়ে উঠেছিল।
810
ডোনেশন রহস্য
প্রাথমিক ভাবে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট তৈরি করা হয়েছিল পাটুলি এলাকায় একটি পশুচিকিৎসালয় তৈরির উদ্দেশ্যে। কল্যাণময় ওই ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ছিলেন। তদন্তকারীদের তিনি জানিয়েছিলেন, এক বার ওই ট্রাস্টের জন্য ১ কোটি ১৭ লক্ষ ৭৫ হাজার ৯১০ টাকা
910
কল্যাণকে একাধিকবার জেরা
কল্যাণময়কে একাধিকবার জেরা করে ইডি। বিদেশ থেকে আসার পরই তাঁকে দেশে থেকে যেতেও বলা হয়। জেরায় বেআইনিভাবে টাকা তোলার কথা স্বীকার করেন কল্যাণ। কীভাবে টাকা তোলা হত তার ফাঁস করেন।
1010
কল্যাণের বয়ান হাতিয়ার
নিয়োগ দুর্নীতি মামলায় কীভাবে আর্থিক তছরুপ হয়েছিল তার স্বপক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গুটি সাজাতে ইডি ব্যবহার করতে পারে কল্যাণের বয়ানকেই। তেমনই অনুমান সূত্রের।