Mamata Banerjee: 'তিস্তায় ভরা জল, পাহাড়ে অ্যাডভেঞ্চার না করাই ভালো,' বার্তা মুখ্যমন্ত্রীর

Published : Jul 08, 2024, 07:43 PM ISTUpdated : Jul 08, 2024, 07:59 PM IST
Sikkim_Flash_Floods_News

সংক্ষিপ্ত

দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গে টানা বৃষ্টি হয়ে চলেছে। তিস্তা নদী ফুঁসছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ষায় যদি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, সিকিমে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে সাবধান। আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখাই ভালো। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ফলে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। পর্যটকদের সতর্ক করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে বলেছেন, 'উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি। সিকিমের রাস্তায় ধস নেমেছে। এই মুহূর্তে পাহাড়ে অ্যাডভেঞ্চার না করাই ভালো। কারণ, এই সময় কালিম্পংয়ে ধস নামে। তিস্তায় ভরা জল। এগুলো মাথায় রাখতে হবে। এটা প্রকৃতির বৈচিত্র্য।' মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তা পর্যটকদের কতটা সাবধানী করে তুলবে সেটা বলা কঠিন। তবে পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার। বিভিন্ন জেলা প্রশাসনকেও সতর্ক করে দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলির জন্য সতর্কবার্তা

রাজ্যে সরকারিভাবে বর্ষা প্রবেশ করার পর থেকেই উত্তরবঙ্গে টানা বৃষ্টি হয়ে চলেছে। এর ফলে শুধু তিস্তাই নয়, অন্য নদীগুলির জলও বেড়ে গিয়েছে। মালদা-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী এই আশঙ্কা প্রকাশ করেছেন। সব জেলা প্রশাসনই সতর্ক। মানুষ যাতে সমস্যায় না পড়েন, সেটা নিশ্চিত করার চেষ্টা করছে প্রশাসন।

উত্তরবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থা প্রশাসনের

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির আশঙ্কায় বিভিন্ন জেলায় ত্রাণ বণ্টনের জন্য তৈরি প্রশাসন। জলপাইগুড়ি-সহ ৯ জায়গায় ত্রাণ শিবির তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বৃষ্টি হলে কেউ যাতে রাস্তায় বিদ্যুতের তারে হাত না দেন, বজ্রপাত হলে টেলিভিশন সেট বন্ধ রাখেন, সেই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির উপর সরকারের নজর রয়েছে। সেচ দফতর ও অন্যান্য বিভাগ তৈরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

উধাও হয়ে যাবে বৃষ্টি? এবার হুড়মুড়িয়ে গরম বাড়ার সতর্কতা আবহাওয়া দফতরের

Weather News: উত্তরবঙ্গে ভারী বর্ষণে বন্যার আশঙ্কা! কতটা হবে কলকাতায় বৃষ্টি? জেনে নিন কী বলছে হাওয়া অফিস?

Monsoon Update: ওড়িশায় ঘূর্ণাবর্তের জের, উত্তর থেকে দক্ষিণ- সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গৃহীত, রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে মমতা বন্দ্যোাপাধ্য়ায়
কেন 'সাদা পাতায় পদত্যাগ' পত্র অরূপ বিশ্বাসের? ভাইরাল চিঠি নিয়ে ৩টি প্রশ্ন নেটিজেনদের