BREAKING NEWS: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চোট, হঠাৎ কনভয়ের মুখে পড়ল চলন্ত গাড়ি

তথ্য অনুযায়ী, বর্ধমান থেকে সড়কপথে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তার গাড়ির সামনে চলে আসে আরেকটি গাড়ি।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি হঠাৎ ব্রেক চাপলে কপালে চোট পান মমতা। আচমকাই মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির হল আরেকটি গাড়ি। সূত্র মারফত এ তথ্য মিলেছে।

তথ্য অনুযায়ী, বর্ধমান থেকে সড়কপথে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তার গাড়ির সামনে চলে আসে আরেকটি গাড়ি। এরপরই তার গাড়ির চালক জোরে ব্রেক কষে। সূত্র জানায়, খারাপ আবহাওয়ার কারণে তিনি হেলিকপ্টারে ফেরেননি।

Latest Videos

 

 

জানা গিয়েছে, গোদার মাঠের সভা শেষ হওয়ার পর সেখানে বৃষ্টি হচ্ছিল। ছিল কুয়াশাও। দুর্যোগের মধ্যে মুখ্যমন্ত্রীর কনভয় গোদার মাঠ থেকে জিটি রোডে উঠতে শুরু করে। জিটি রোড সভাস্থলের চাইতে কিছুটা উপরে হওয়ায় চালককে গাড়ির গতিবেগ বৃদ্ধি করতে হয়। আবার জিটি রোডে উঠে গতি কমাতে হয়। দুর্যোগের মধ্যে তা করতে গিয়ে গতির হেরফেরে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক আচমকা ব্রেক কষেন। আর তাতে ঝাঁকুনিতে মমতার কপাল গিয়ে ঠেকে গাড়ির সামনের দিকে। কপালে সামান্য আঘাত পান মমতা। মুখ্যমন্ত্রীর কপাল উইন্ড স্ক্রিনে ঠুকে যায়।

এরপর বেশ কিছুক্ষণের জন্য তাঁর কনভয় দাঁড়িয়ে যায়। প্রায় দেড় মিনিট পর ফের কনভয় কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর আঘাত গুরুতর নয়। সামান্য আঘাত পেয়েছেন তিনি। কনভয়ের সামনে কী করে গাড়ি চলে এলো তা খতিয়ে দেখছে পুলিস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury