বছর ঘুরতেই সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা।
নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, অর্থাৎ ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সেখানেও ইতিবাচক কোনও খবর আসতে পারে বলেই মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
যেটি গত বছরের ডিসেম্বর মাসে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেইসময় মোট ৪% মহার্ঘ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল।
কারণ, ২০২৪ সালের জানুয়ারি মাসে ৪%-এর পর ফের আবার এপ্রিল মাসে রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছিল।
কিন্তু এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পার্থক্য প্রায় ৩৯%।
পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া মহার্ঘ ভাতা মামলা নিয়ে সেই শুনানি হবে বলে জানা গেছে।
তখন থেকেই সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ডিএ মামলার ১৪ তম শুনানি হবে এটি।
বাকিটা উত্তর দেবে সময়।