রাজ্যের সমস্ত উপাচার্যকে নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের আহ্বান, মঙ্গলবার রাজভবনে বৈঠক

উচ্চশিক্ষা দফতরের আইন মেনে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমেই সব উপাচার্যকে রাজভবনের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং রাজ্যপাল। 

পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বৈঠকের জন্য আহ্বান জানালেন রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ১৭ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজভবনে রাজ্যপাল এবং উপাচার্যদের একটি সম্মিলিত বৈঠকের আয়োজন করা হয়েছে, যে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।

বঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে এর আগেই একবার বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন রাজ্যপাল আনন্দ বোস। উচ্চশিক্ষা দফতরের আইন মেনে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমেই সব উপাচার্যকে রাজভবনের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং রাজ্যপাল। ইতিমধ্যে উচ্চশিক্ষা দফতরের তরফে ই-মেল মারফৎ উপাচার্যদের এই বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।

Latest Videos

প্রসঙ্গত, এর আগে যখন জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে আসীন ছিলেন, তখন তিনিও বাংলার উপাচার্যদের রাজভবনে বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু, নির্দিষ্ট দিনে গিয়ে দেখা যায় যে, কোনও উপাচার্যই সেই বৈঠকে উপস্থিত হননি। এতে তীব্র ক্ষুব্ধ হয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল। পালটা, উচ্চশিক্ষা দফতরের তরফেই প্রশ্ন তোলা হয়েছিল যে, রাজ্যের রাজ্যপাল (জগদীপ ধনখড়) আইন না মেনে, উপাচার্যদের সরাসরি চিঠি পাঠিয়ে রাজভবনে ডাকছেন। এ নিয়ে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের আবহ আরও ঘনীভূত হয়েছিল। এমনকি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়েছিলেন রাজ্যপাল।

২০২২ সালের শেষে নতুন রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর সঙ্গে রাজ্যের শাসকদলের সম্পর্ক বেশ ভালোই। এই আবহে রাজ্য বনাম রাজ্যপাল বিতর্কের আর অবকাশ থাকছে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। কারণ, ২০২৩ সালে সঠিক আইনি পদ্ধতিতেই রাজ্যের উপাচার্যদের উদ্দেশে রাজভবনে ডাক এসেছে।

আরও পড়ুন-
জোশীমঠের পর হিমাচল প্রদেশ, একাধিক বাড়ি এবং রাস্তাঘাটে ফাটল দেখা দেওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু
অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কত বাড়ল জ্বালানির দাম? দেখে নিন আজকের রিপোর্ট
বিরোধীদের চোখে ‘লঙ্কার গুঁড়ো’ মন্তব্যে উত্তাল মালদহের রাজনীতি, তৃণমূল নেত্রীর হুঁশিয়ারির পালটা তোপ বিজেপিরও
বিজেপির টিকিটে ভোটে জিতে এখন ‘দিদির দূত’ বাগদার বিধায়ক, দলবদল নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের শিকার বিশ্বজিৎ দাস

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury