বাংলায় শান্তি ফিরিয়ে আনার জন্য একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালু করার প্রস্তাব রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
পঞ্চায়েত ভোটের হিংসায় উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। সেই হিংসায় লাগাম টানতে কলকাতার রাজভবনে একটি ‘শান্তি কক্ষ’ বা ‘পিস রুম’ (Peace Room) চালু করেছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। শান্তি কক্ষের পরে এবার ‘শান্তি ট্রেন’ চালানোর প্রস্তাব রাখলেন তিনি।
এই প্রস্তাব বার্তা সরাসরি তিনি জানিয়েছেন ভারতের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে। বঙ্গের শান্তি পরিস্থিতি বজায় রাখার উদ্দেশ্যেই রাজ্যপালের এই আর্জি। পশ্চিমবঙ্গে হিংসা ও দুর্নীতি রুখতে পিস ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছেন সি ভি আনন্দ বোস।
প্রধানমন্ত্রীর ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্প উদ্বোধন উপলক্ষ্যে আজ শিয়ালদহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল। সেখানেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই বিশেষ আর্জি জানিয়েছেন তিনি। তাঁর ইচ্ছা, ভারতীয় রেলের পক্ষ থেকে একেবারে বাংলার উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ, শিয়ালদহ থেকে শুরু করে একদম জলপাইগুড়ি পর্যন্ত এই ‘শান্তি ট্রেন’ চালানো হোক।
আরও পড়ুন-
Ileana D'Cruz: জন্মের কয়েকদিনের মধ্যেই সন্তানের ছবি পোস্ট করে দিলেন ইলিয়ানা ডি’ক্রুজ়
Modi in Amrit Bharat Station Scheme: ‘রেলের ইতিহাসে নতুন অধ্যায়’, অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনা করলেন নরেন্দ্র মোদী
DA Increase News: সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর! ৩ শতাংশ ডিএ বাড়ার ইঙ্গিত
Hymenoplasty: যৌন সঙ্গমে ভার্জিনিটি-র আনন্দ ফিরিয়ে আনতেই কি হাইমেনোপ্লাস্টি-র দিকে ঝুঁকছেন মহিলারা?