প্রায় ১৭ লক্ষ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে, রাজ্য সরকারের এই প্রকল্পে বড় চমক

Published : Jan 19, 2026, 03:50 PM IST

বাংলার বাড়ি প্রকল্পের অর্থের জন্য অপেক্ষারত উপভোক্তাদের জন্য সুখবর। উপভোক্তার সংখ্যা বাড়ানোর কারণে প্রকল্পে কিছুটা দেরি হলেও, এই জানুয়ারি মাসের শেষেই প্রথম কিস্তির ৬০,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। 

PREV
15

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে সরকারি প্রকল্পগুলোর দিকে যে সরকার বিশেষ নজর দেবে তা সকলেরই জানা। বর্তমানে রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প বাংলার বাড়ি উঠে এল চর্চায়। বহুদিন ধরেই নতুন উপভোক্তারা প্রকল্পের অর্থের অপেক্ষায় আছে। তবে এখনও মেনেনি টাকা। এবার প্রকাশ্যে নয়া আপডেট।

25

জানা গিয়েছে, এই জানুয়ারিতেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রশাসনের সূত্রে খবর, এবার কিছুটা দেরি হবে টাকা ঢুকতে। টাকা দিতে বিলম্বের পিছনে আছে ইতিবাচক কারণ।

35

সূত্রের খবর, উপভোক্তার সংখ্যা বাড়ানো হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে। আগে মোট ১৬ লক্ষ ৫ হাজার পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা হলেও বর্তমানে নানা দিক বিবেচনা করে প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে। আওতায় আনা হচ্ছে আরও মানুষকে।

45

রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে যারা নিজেদের অভাব অভিযোগের কথা জানিয়েছিলেন, তাক মধ্য সবদিক যাচাই করে ৪ লক্ষ উপভোক্তাকে প্রকল্পে আনা হয়েছে।

55

সে যাই হোক, জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে বা শেষের দিকে বাংলার বাড়ির প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। লোকসভা ভোটের আগে নিজের কোষাগার থেকে টাকা দেবে সরকার। এমনই খবর সর্বত্র।

Read more Photos on
click me!

Recommended Stories