Rain Forecast: পুজোর মুখেই ভরা বর্ষা, বঙ্গোপসাগে নিম্নচাপের জেরে বাংলাজুড়ে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত

পুজোর মুখেই আবারও প্রবল বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গোটা বাংলায় ঝড় বৃষ্টি হবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

 

Saborni Mitra | Published : Sep 24, 2024 6:23 PM
110
নিম্নচাপ অঞ্চল তৈরি

বঙ্গোপসাগরে মঙ্গলবার তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তারই জেরে চলতি সপ্তাহ জুড়ে গোটা বাংলায় প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোর মুধেই দুর্যোগ শুরু হয়েছে জেলায় জেলায়। 

210
বৃষ্টি শুরু

ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে বলেও পূর্বাভাস।

310
প্রাকৃতিক দুর্যোগ চলবে

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ চলবে।

410
ঝড় বৃষ্টির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিসে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বজ্রবিদ্য-সহ ঝড়ও হতে পারে বলে জানিয়েছে।

510
নিম্নচাপের অবস্থান

মধ্য বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে রয়েছে সেই ঘূর্ণাবর্ত।

610
নিম্নচাপের প্রভাব

আলিপুর হওয়া অফিস জানিয়েছে পশ্চিম -মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে সমুদ্রের ওপর রয়েছে নিম্নচাপ অঞ্চল। সেই কারণে বাংলা, অন্ধ্র ও ওড়িশায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

710
বুধবার হলুদ সতর্কতা

বুধবার পূর্বমেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা

810
বৃহস্পতিবার বৃষ্টি

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের কিছু অংশে। বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

910
উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বুধ-শুক্রবার পর্যন্ক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

1010
হলুদ ও কমলা সতর্কতা

বৃহস্পতিবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পঙের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos