জানুয়ারিতে রাজ্যের স্কুল পড়ুয়া ও সরকারি কর্মীদের জন্য থাকছে একাধিক টানা ছুটির সুখবর। সপ্তাহান্তের ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে মাসজুড়ে মিলতে চলেছে লম্বা অবকাশ।
27
ফলে নতুন বছরের শুরুতেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অনেকেই। প্রতি মাসের মতো জানুয়ারিতেও জাতীয় ছুটির পাশাপাশি রাজ্য সরকারের নির্ধারিত কিছু বিশেষ ছুটি রয়েছে। সেই ছুটির তালিকা প্রকাশ্যে আসতেই সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যে উৎসাহ চোখে পড়ছে।
37
কারণ, চলতি বছরে জানুয়ারির মাঝামাঝি ও শেষের দিকে মিলছে একাধিক টানা ছুটি।
২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শুরু হচ্ছে টানা অবকাশ। ১০ জানুয়ারি শনিবার ও ১১ জানুয়ারি রবিবারের পর ১২ জানুয়ারি সোমবার রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর ছুটি।
57
এর পর বুধবার মকর সংক্রান্তির ছুটি। মাঝখানে শুধু মঙ্গলবার একদিন ছুটি নিলেই টানা পাঁচ দিনের বিরতি পেয়ে যাবেন সরকারি কর্মী ও স্কুল পড়ুয়ারা।
67
এতেই শেষ নয়, জানুয়ারির শেষ দিকেও রয়েছে আরেক দফা লম্বা ছুটি। ২৩ জানুয়ারি শুক্রবার নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও সরস্বতী পুজোর জন্য ছুটি। তার পর ২৪ জানুয়ারি শনিবার ও ২৫ জানুয়ারি রবিবারের সাপ্তাহিক ছুটি।
77
সবশেষে ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবস। ফলে টানা চার দিনের ছুটি মিলছে এই সময়েও। এই ছুটির খবরে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের স্কুল-কলেজ পড়ুয়া ও সরকারি কর্মীরা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। আগেভাগে ছুটির দিনগুলো জেনে নেওয়ায় ভ্রমণের প্রস্তুতি নেওয়াও হবে আরও সহজ।