'দিনের আলো আপনারা দেখতে পাবেন না,' আর জি করের বিচার চেয়ে মিছিল শেষে বিরোধীদের হুঁশিয়ারি উদয়নের

Published : Aug 24, 2024, 11:25 PM ISTUpdated : Aug 25, 2024, 12:15 AM IST
TMC MLA Udayan Guha tested Covid postive

সংক্ষিপ্ত

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিচার চেয়ে রাজ্যজুড়ে যখন সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলি পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে, তখন শাসক দল তৃণমূল কংগ্রেসও পাল্টা মিছিল করছে।

মঙ্গলবার আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিরোধীরা। তার আগে শনিবার কোচবিহারে আর জি করের ঘটনার 'বিচার' চেয়ে তৃণমূল কংগ্রেসের মিছিল হয়। এই মিছিলের শেষেই বিরোধীদের ফের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, 'যাঁরা মনে করছেন কিছু ছাত্র-ছাত্রীকে ভুল বুঝিয়ে রাত দখল করে পশ্চিম বাংলার নবান্ন দখল করবেন, তাঁরা জেনে রাখুন, তাঁদের জন্য শুধু ওই রাতের অন্ধকারটুকুই থাকবে। দিনের আলো আপনারা দেখতে পাবেন না। দিনের আলো আপনাদের জন্য থাকবে না।' কয়েকদিন আগেও বিরোধীদের হুমকি দিয়েছিলেন উদয়ন। তিনি বলেন, 'বাংলাদেশে হাসিনা যে ভুল করেছে মমতা সেই ভুল করবে না। যাঁরা আঙুল তুলে মমতার পদত্যাগ দাবি করছেন, সেই আঙুল খুঁজে বের করে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে।' ফের বিরোধীদের হুমকি দিলেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী।

উদয়নের সমালোচনায় বিরোধীরা

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে আন্দোলন নিয়ে বিরোধীদের হুমকি দেওয়ায় উদয়নের সমালোচনা করেছে বিজেপি। কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় বলেছেন, 'লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। কতজনকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী অন্ধকারে রাখবেন? মানুষের আন্দোলনে কোনও রাজনীতি নেই। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী যত কথা বলবেন, তত তাঁর বাড়ি থেকে বেরনো বন্ধ হবে।'

সিবিআই-কে তোপ উদয়নের

বিরোধীদের পাশাপাশি সিবিআই-কেও আক্রমণ করেছেন উদয়ন। তাঁর দাবি, বিজেপি ও বামেদের সুবিধা করে দেওয়ার জন্যই তদন্তে ঢিলেমি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-কে 'তোতাপাখি' বলেও কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরির তদন্তে সিবিআই-এর ব্যর্থতার কথা উল্লেখ করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আরজি কর ঘটনায় যারা মমতার পদত্যাগ চাইছেন, তাদের আঙুল ভাঙার ব্যবস্থা করতে হবে, বিস্ফোরক উদয়ন গুহ

মহিলাদের বিক্ষোভে বাধ্য হয়ে গ্রাম ছাড়লেন মন্ত্রী উদয়ন গুহ, সন্দেশখালি খোঁচা নিশীথ প্রামাণিকের

বিজেপির বাংলাভাগের এজেন্ডার বিরুদ্ধে সমাবেশ উত্তরবঙ্গে, উদয়ন গুহর টার্গেট নিশীথ প্রামাণিক ও জন বার্লা

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর