'অনেকে ভয় দেখিয়েছিল, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে,' এসআইআর-আতঙ্কে আত্মহননের অভিযোগ

Published : Nov 19, 2025, 07:38 PM ISTUpdated : Nov 19, 2025, 07:48 PM IST
SIR Related Suicide

সংক্ষিপ্ত

SIR-panic: এসআইআর নিয়ে আতঙ্কের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একই অভিযোগ উঠল। বারবার একই ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
রাজ্যে চলছে এসআইআর
পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। তবে অন্য কোনও রাজ্যে এসআইআর নিয়ে এত অভিযোগ শোনা যাচ্ছে না।

West Bengal News: ফের রাজ্যে এসআইআর-আতঙ্কে (SIR) আত্মহত্যার অভিযোগ। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটি। মৃত ব্যক্তির নাম শফিকুল মন্ডল। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, শফিকুলের পূর্বপুুরুষরা শতাধিক বছর আগে বাদুড়িয়ায় থাকা শুরু করেন। কিন্তু তারপরেও এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন শফিকুল। তাঁর প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সরকারি নথিপত্রের সঙ্গে সন্তানদের বয়সের পার্থক্য নিয়ে সমস্যা হয়। অভিযোগ, অনেকেই শফিকুলকে ভয় দেখান, তাঁকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তারপর থেকেই তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। বেশ কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করেও সেই সমস্যার সমাধান করে উঠতে পারেননি। তারপর থেকেই তাঁকে গ্রাস করে দুশ্চিন্তা ও আতঙ্ক। এর জেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে দাবি পরিবারের। 

তদন্ত শুরু পুলিশের

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে জমিতে দেওয়া কীটনাশক খেয়ে নেন শফিকুল। তড়িঘড়ি স্থানীয় মানুষজন ও পরিবারের লোকজন তাঁকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দেহের ময়নাতদন্তের জন্য বসিরহাট মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

জলপাইগুড়িতে বিএলও-র রহস্যমৃত্যু

জলপাইগুড়ি জেলার মাল ব্লকের নিউগ্লাঙ্গো চা বাগানে মহিলা বুথ লেভেল অফিসারের রহস্যমৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। মৃতা বিএলও-র নাম শান্তি মুনি এক্কা। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। পেশায় তিনি ছিলেন আইসিডিএস কর্মী। সম্প্রতি এসআইআর সমীক্ষার কাজে নিযুক্ত হয়েছিলেন শান্তি মুনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, তারপর থেকেই তিনি ছিলেন বেশ অবসাদগ্রস্ত। মাল থানার পুলিশ দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, কাজের অবসাদ ছাড়াও মৃত্যুর কারণ অন্য কিছু হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৮
রাজ্যে এসআইআর-এর জেরে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য