Sayantika Banerjee Suvendu Adhikari: 'শুভেন্দু অধিকারী সার্টিফায়েড চোর', বিরোধী দলনেতাকে তোপ দাগলেন সায়ন্তিকা

Published : Jun 24, 2023, 06:56 PM IST
Do not name the Bengali Hindu child Shuvendu debate in Sayantika's statement jds

সংক্ষিপ্ত

'চটি চাটলে উন্নতি বজায় থাকত, ওঁর রাজনৈতিক কেরিয়ারের উন্নয়নটা অব্যহত রাখতে পারতেন। কিন্তু বুট চাটতে গিয়ে লোডশেডিং হয়ে গেল।'

'শুভেন্দু অধিকারীর পাপের প্রায়শ্চিত্ব করতে হচ্ছে তৃণমূলকে', বিরোধী দলনেতাকে কড়া ভাষায় আক্রমণ শানালেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলে থাকলে শুভেন্দুর রাজনৈতিক জীবনের উন্নতি হত বলেও দাবি করেছেন তিনি। শনিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নবগ্রামের জনসভাতে দাঁড়িয়ে এমনই কড়া সুর শোনা গেল সায়ন্তিকার গলায়। এদিন নবগ্রামে আয়োজিত হয়েছিল নির্বাচনী জনসভা। সেখানেই মূল বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই সভাতে সায়ন্তিকা শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন,'চটি চাটলে উন্নতি বজায় থাকত, ওঁর রাজনৈতিক কেরিয়ারের উন্নয়নটা অব্যহত রাখতে পারতেন। কিন্তু বুট চাটতে গিয়ে লোডশেডিং হয়ে গেল।'

কী বলেছেন সায়ন্তিকা?

বাঁকুড়ার নির্বাচনী সভাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এমনকী শুভেন্দুকে অধিকারীকে সরাসরি 'চোর' বলেও উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায়,'উনি একটা সার্টিফায়েড চোর, অফিসিয়াল চোর। ওয়েবসাইটে ওনার চোরের তালিকায় নাম আছে। নির্লজ্জের মতো পা জড়িয়ে ধরে কেঁদে বুট চাটছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনার বাবাকে দাদাকে গোটা গুষ্টিকে বুক ভরে সব দিয়েছনে। সম্মান, ক্ষমতা, পদ সব দিয়েছেন। তারপরেও চটি ভালো লাগছে না। এবার বুট চাই। কারণ পাপটা এত করেছেন যে বুট চাটলেও ওনার পাপের প্রায়শ্চিত্ব আমাদের করতে হচ্ছে। চটি চাটলে উন্নতি বজায় থাকত, ওঁর রাজনৈতিক কেরিয়ারের উন্নয়নটা অব্যহত রাখতে পারতেন। কিন্তু বুট চাটতে গিয়ে লোডশেডিং হয়ে গেল।'

বিজেপির পালটা জবাব

তৃণমূল নেতৃর খোঁচায় চুপ করে বসে নেই বিরোধীরাও। সায়ন্তিকার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। পদ্মদলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিল্লেশ্বর সিনহা এই প্রসঙ্গে বলেছেন,'সায়ন্তিকার মুখে যে ভাষা আমরা শুনলাম, তা নতুন কিছু নয়। এটা তৃণমূলের সংস্কৃতি। সর্বোচ্চ নেত্রী যিনি তাঁর মুখের ভাষাও এরকম। অতএব সাঙ্গপাঙ্গের মুখের ভাষা যে এরকম হবে তা স্বাভাবিক। সায়ন্তিকা কলকাতা থেকে এসে দাঁড়িয়েছিলেন বাঁকুড়াতে। মানুষের গণতান্ত্রিক পদ্ধতির দু'গালে থাপ্পড় মারলেং। তা সত্ত্বেও লজ্জা নেই। মানুষ তৈরি আছেন, এখান থেকে চিরতরে তৃণমূলকে ও সায়ন্তিকাকে বিদায় দেবেন।'

আরও পড়ুন -

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, কলকাতা -সহ দক্ষিণবঙ্গে শনি-রবি বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সহবাস, তারপর 'চোর' অপবাদে প্রেমিকাকে বেধড়ক পিটিয়ে চুল কেটে দিলেন মল্লিকপুরের যুবক

ফের খবরের শিরোনামে কুন্তল ঘোষ! চিঠি-কাণ্ডে জোরকদমে CBI তদন্ত

PREV
click me!

Recommended Stories

হুমায়ুনের বাবরি মসজিদ, গীতাপাঠের মঞ্চে মমতার অনুপস্থিতি! ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
ফের বাংলায় মেগা যোগদান বিজেপিতে, তৃণমূল ছেড়ে যোগ দিতে চলেছেন কারা? জল্পনা তুঙ্গে