Panchayat Election Results 2023: একসময় অনুব্রতর নামে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন তিনি, দুবরাজপুরে জয়ী সেই শিবঠাকুর মণ্ডলের স্ত্রী

এককালে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রতর নামে দুবরাজপুর থানায় অভিযোগ জানিয়েছিলেন এই শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল।

একসময় বাংলার রাজনীতিতে শোরগোল ফেলেছিলেন শিবঠাকুর মণ্ডল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালানোরও অভিযোগ করেছিলেন তিনি। ঘটনা ঘিরে কঠোর হয়েছিল দলও। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে আবার উঠে এল সেই শিবঠাকুর মণ্ডলের নাম। দুবরাজপুরে তৃণমূলের টিকিটে জয়ী হলেন সেই শিবঠাকুর মণ্ডলের স্ত্রী। এককালে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রতর নামে দুবরাজপুর থানায় অভিযোগ জানিয়েছিলেন এই শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল। এবছর বাবুইজোড় পঞ্চায়েতের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন প্রাথমিক স্কুল শিক্ষিকা লিপিকা।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মাঝেই আরাবুলের গড়ে ধাক্কা খেল তৃণমূল। ভাঙরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিধায়ক আরাবুল ইসলামের গ্রাম পোলেরহাট ২। একসময় গোটা ভাঙরের রাশ থাকত আরাবুলের হাতেই। তবে এখন আর সেই প্রতিপত্তি নেই। এবার আর আরাবুলের হাতে ছিল না ভাঙরের দায়িত্বও। পঞ্চায়েত ভোট সামলেছেন ক্যানিং ২-এর বিধায়ক শওকত মোল্লা এবং তাঁকে সাহায্য করেছেন বিধাননগরের পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আরাবুলকে আলাদা করে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। ভোটের ফলেও এবার অন্য কথাই বলল। আরাবুলের নিজের গ্রামে জিতল না তৃণমূল। ভাঙড় ২ ব্লকের গ্রাম পোলেরহাট ২। পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে মোট ২৪টি আসনের মধ্যে ১৬টি আসনের ফল ঘোষণা হয়েছে (দুপুর ২টো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী। তার মধ্যে ১৫ আসনে জয়ী শাসকবিরোধী জমি রক্ষা কমিটি এবং আইএসএফের জোট। মাত্র একটি আসনে জয়ী তৃণমূল।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন